ভারী তুষারপাতে জেনেভা বিমানবন্দরে সকল বিমান চলাচল বন্ধ

সিলেট সুরমা ডেস্ক : ভারী তুষারপাতে বিপর্যস্ত গোটা ইউরোপ। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার জেনেভা বিমানবন্দরে সকল বিমান চলাচল বন্ধ রয়েছে। কর্মকর্তারা যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।বিমানবন্দরের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বৈরী আবহাওয়ার কারণে পরবর্তী নোটিস না দেয়া পর্যন্ত জেনেভা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে।’এতে আরো বলা হয়, ‘এ সময়ের মধ্যে যাত্রীদের বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে।’ ২ মার্চ, ২০১৮ (বাসস ডেস্ক)